Last Updated: December 24, 2013 17:35
চলতি বছরে দেশের সবচেয়ে আলোচিত নাম হয়ে থাকল লোকপাল বিল। নদীর সঙ্গে যেমন মোহনা জড়িয়ে থাকে, প্রেমের সঙ্গে যেমন জড়িয়ে থাকে বিশ্বাস, তেমনই লোকপাল বিলের সঙ্গে জড়িয়ে দেশের রাজনীতিতে বিপ্লব এনে দিলেন অরবিন্দ কেজরিওয়াল। একেবারে ছকে বাধা রাজনীতির অঙ্ক ভেঙে আম আদমি পার্টি তৈরি করে কেজরিওয়াল দেশের রাজধানীর মুখ্যমন্ত্রী হতে চললেন।
লোকপাল বিলের দাবিতে আন্নার সঙ্গে অনশনে মঞ্চে সময় কাটিয়ে প্রচারমাধ্যমে এসেছিলেন কেজরিওয়াল। দীর্ঘ অচলাবস্থার পর শীতকালীন অধিবেশনে দেশের প্রায় সব রাজনৈতিক দলের ঐকমতের ভিত্তিতে সংসদের উভয় কক্ষে পাশ হয় লোকপাল বিল। আন্না হাজারকে ফের অনশনে বসতে হয়েছিল। শেষমেশে আন্নার হাসিটাও বড় প্রাপ্তি হয়ে থাকল।
First Published: Tuesday, December 24, 2013, 17:35