Last Updated: Thursday, January 2, 2014, 16:15
আদতে যমজ, কিন্তু জন্মনিল দুই ভিন্ন বছরে। দুই মা তাদের ২০১৩ সালের শেষ দুই সন্তানের জন্ম দেওয়ার সঙ্গে সঙ্গেই ২০১৪ সালের প্রথম দুই সন্তানেরও জন্ম দিলেন। কয়েক মিনিটের ফারাক। তার মধ্যেই এই দুই মায়ের দুই সন্তান দুই ভিন্ন বছরের পৃথিবীর প্রথম আলো দেখল।