Last Updated: December 17, 2013 21:25
দুর্নীতি দমন করতে কঠোর লোকপাল বিলের প্রয়োজন ছিল। রাজ্যসভায় ভোটাভুটিতে লোকপাল পাস হওয়ার পর এমনই প্রতিক্রিয়া বহুজন সমাজ পার্টির (বিএসপি)।
বিএসপি নেতা সতীশ চন্দ্র মিশ্র উচ্চকক্ষের বিতর্কের সময় বলেন, "আমরা যে কোনও ধরনের দুর্নীতির বিরুদ্ধে। আমরা লোকপাল বিলের পক্ষে।" যদিও তিনি অভিযোগ করেন, লোকপাল বিল পাসের আগে তাঁদের সর্বদল বৈঠকের কথা জানানো হয়নি। রাজ্যসভার চেয়রম্যান হামিদ আনসারি বিএসপিকে সর্বদল বৈঠকের কথা জানাননি বলে অভিযোগ করেছেন মিশ্র।
তিনি আরও বলেন, "এস পি ও বি এস পি-র বয়কটের কথা আমি সংবাদ মাধ্যম থেকে জেনেছি।" সর্বদল বৈঠক সম্পর্কে অব্যবস্থার কথা স্বীকার করে নিয়েছেন সংসদ বিষয়ক মন্ত্রী কমল নাথও।
First Published: Tuesday, December 17, 2013, 21:28