আজই মন্ত্রিসভার অনুমোদন পেতে চলেছে লোকপাল বিল

আজই মন্ত্রিসভার অনুমোদন পেতে চলেছে লোকপাল বিল

আজই মন্ত্রিসভার অনুমোদন পেতে চলেছে লোকপাল বিলসম্ভবত আজই দিল্লি মন্ত্রিসভার অনুমোদন পেতে চলেছে জন লোকপাল বিল। এর মধ্যেই পেশ করা হয়েছে বিলের ড্রাফট। সূত্রে খবর আজই আপ নেতা প্রশান্ত ভূষণ, আইনজীবী রাহুল মেহরা, মন্ত্রিসভার সদস্য ও সিনিয়র সরকারি আধিকারিদের সঙ্গে বৈঠকে বসেছেন কেজরিওয়াল। আগামী ফেব্রুয়ারি মাসের প্রথম সপ্তাহেই দিল্লির রামলীলা বিধানসভার বিশেষ অধিবেশনে লোকপাল বিল পাস করার লক্ষ্য রাখছে আপ।

উত্তরাখণ্ডের লোকায়ুক্ত বিলের ওপর ভিত্তি করেই ভিত্তি হয়েছে লোকপাল বিল। গত ২৮ ডিসেম্বর শপথ গ্রহণের পরই কেজরিওয়াল ঘোষনা করেছিলেন ফেব্রুয়ারির প্রথম সপ্তাহেই পাস হবে লোকপাল বিল। নগরোন্নয়ন, আইন ও আর্থমন্ত্রকের সচিবদের নিয়ে গঠিত কমিটিকে ভার দেওয়া হয়েছিল বিল ড্রাফট করার। দিল্লি বিধানসভার নির্বাচনী ইস্তেহারেই আপ প্রতিশ্রুতি দিয়েছিল সরকারের সমস্ত কর্মচারি, আধিকারিক, এমএলএ, মুখ্যমন্ত্রী সকলেই এই বিলের আওতাভুক্ত থাকবেন।

নতুন সরকারের এক মাস পূর্ণ হওয়ার পরই মন্ত্রিসভার রিভিউ মিটিং ডেকেছেন কেজরিওয়াল।

First Published: Tuesday, January 28, 2014, 12:58


comments powered by Disqus