Last Updated: April 6, 2014 22:21
লোকশিল্পীদের সঙ্গে নিয়ে গ্রামে গ্রামে প্রচার করছেন বোলপুর লোকসভা কেন্দ্রের সিপিআইএম প্রার্থী রামচন্দ্র ডোম। বর্ধমানের কেতুগ্রাম বিধানসভা এলাকা বোলপুর লোকসভা কেন্দ্রের মধ্যে। আজ কেতুগ্রামে প্রচার করে রামচন্দ্র ডোম বলেন গরম নয় সন্ত্রাসই মূল সমস্যা।
আসন্ন লোকসভা নির্বাচনে উত্তরবঙ্গে একটিও আসন পাবে না তৃণমূল কংগ্রেস। আজ দুপুরে কোচবিহার সংলগ্ন ঘুঘুমারিতে দলীয় সভায় বক্তব্য রাখতে গিয়ে এই মন্তব্য করেন বিরোধী দলনেতা সূর্যকান্ত মিশ্র।
বারুইপুরের চম্পাহাটিতে রবিবাসরীয় প্রচার সারলেন যাদবপুর লোকসভা কেন্দ্রের কংগ্রেস প্রার্থী সমীর আইচ। বাড়ি বাড়ি গিয়ে জনসংযোগের পাশাপাশি পথচলতি এবং বাজার করতে আসা মানুষের সঙ্গে হাত মিলিয়ে প্রচারপর্ব সারেন সমীর আইচ।
প্রচন্ড গরম। কিন্তু তা বলে তো আর ছুটির দিন হাতছাড়া করা যায় না। বারুইপুরে রবিবাসরীয় প্রচার সারলেন যাদবপুরের কংগ্রেস প্রার্থী সমীর আইচ এবং তৃণমূল প্রার্থী সুগত বসু। হাওড়ায় প্রসূন ব্যানার্জির প্রচারে বাইক মিছিল ছিল চোখে পড়ার মত।
First Published: Sunday, April 6, 2014, 22:21