Last Updated: Sunday, April 6, 2014, 22:21
লোকশিল্পীদের সঙ্গে নিয়ে গ্রামে গ্রামে প্রচার করছেন বোলপুর লোকসভা কেন্দ্রের সিপিআইএম প্রার্থী রামচন্দ্র ডোম। বর্ধমানের কেতুগ্রাম বিধানসভা এলাকা বোলপুর লোকসভা কেন্দ্রের মধ্যে। আজ কেতুগ্রামে প্রচার করে রামচন্দ্র ডোম বলেন গরম নয় সন্ত্রাসই মূল সমস্যা।