লোকসভায় সারদা ঝড় তুলল বামেরা, টু জি থেকে তেলেঙ্গানা নানা ইস্যুতে দুই কক্ষে সভা অচল

লোকসভায় সারদা ঝড় তুলল বামেরা, টু জি থেকে তেলেঙ্গানা নানা ইস্যুতে দুই কক্ষে সভা অচল

লোকসভায় সারদা ঝড় তুলল বামেরা, টু জি থেকে তেলেঙ্গানা নানা ইস্যুতে দুই কক্ষে সভা অচলসারদা কেলেঙ্কারি নিয়ে লোকসভায় ঝড় তুললেন বাম সাংসদরা। সারদাকাণ্ডে রাজ্যের অভিযুক্ত মন্ত্রীদের শাস্তির দাবিতে বাম সাংসদদের বিক্ষোভে উত্তাল হল লোকসভা। শুধু বামফ্রন্টের সাংসদরাই নয়, আজ নানা ইস্যু নিয়ে সংসদে বিরোধীরা হইচই শুরু করে দেন ।

টু জি স্পেকট্রাম , মুজফ্ফরনগর হিংসা, তেলেঙ্গানা, শ্রীলঙ্কা কোনও ইস্যুই বাদ ছিল না। বিরোধীদের হইচইয়ে সংসদের দুই কক্ষে কার্যত কোনও কাজই হয়নি। দফায় দফায় পণ্ড হয় দুই কক্ষের সভার কাজ। বারবার সভা মুলতুবি যায়।

এদিকে আজও পাঁচ রাজ্যের বিধানসভা নির্বাচনের ফলাফল নিয়ে ব্যস্ততা দেখা গেল সাংসদদের।

First Published: Tuesday, December 10, 2013, 14:27


comments powered by Disqus