Last Updated: August 30, 2013 14:29

চাঁদনি চকে কৌট বোমা বিস্ফোরণে আতঙ্ক ছড়াল শহরের প্রাণকেন্দ্রে। ঘটনাস্থলে পৌঁছেছে বম্ব স্কোয়াড। একটি তাজা বোমা উদ্ধার করা হয়েছে ঘটনাস্থল থেকে। বিস্ফোরণ হয় একটি শপিং মলের সামনে। বিস্ফোরণে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। গোটা এলাকা ঘিরে রেখেছে পুলিস। তবে কোনও হতাহতের খবর নেই। পুলিসের অনুমান কম তীব্রতার বিস্ফোরক ব্যবহার করা হয়েছে।
First Published: Friday, August 30, 2013, 16:22