Last Updated: February 25, 2014 20:16

শুক্রর সঙ্গে জুটি বাঁধতে চলেছে চাঁদ। আগামী ২৬ ফেব্রুয়ারি সকালে। এ দিন পাতলা চাঁদের আভাস খুব কাছ থেকে ঢেকে দেবে শুক্রকে। মঙ্গলবার থেকে বুধবার সকাল পর্যন্ত শুক্রকে প্রদক্ষিণ করবে চাঁদ। চাঁদের শুক্রগ্রহণকে ২০ ১৪ সালের সবথেকে বড় মহাজাগতিক ঘটনা বলেছেন মহাকাশ বিজ্ঞানীরা।
আগের বছর চন্দ্রের শুক্রগ্রহণ হয়েছিল। এবার দক্ষিণ এশিয়া, চিন, কোরিয়া, অস্ট্রেলিয়া ও আফ্রিকা থেকে ভোরে সূর্য ওঠার আগেই দেখা যাবে চন্দ্রের শুক্রগ্রহণ। ভারতের আকাশে বুধবার দিনের বেলায় দেখা যাবে এই দৃশ্য।
চন্দ্রের শুক্রগ্রহণ দেখতে আগামিকাল চোখ রাখুন আকাশে।
First Published: Tuesday, February 25, 2014, 20:16