Last Updated: Sunday, January 22, 2012, 10:49
শুক্র গ্রহে প্রাণ আছে? রাশিয়ার মহাকাশ বিজ্ঞানীরা অন্তত এমনই দাবি করছেন। সম্প্রতি রাশিয়ার মহাকাশ গবেষণাগার স্পেস রিসার্চ ইন্সটিউট অফ রাশিয়া-র প্রকাশিত সায়েন্স ম্যাগাজিনের একটি নিবন্ধে বলা হয়েছে, ১৯৮২ সালে শুক্র অভিযানের সময় তোলা কিছু ছবিতে শুক্র গ্রহে বিভিন্ন আকারের কিছু কালো ছোপ দেখা গিয়েছে।