Madhan Mitra Mithun

মিঠুনকে সভায় ফাঁপড়ে মদন, উদ্ধার করল পুলিস

মিঠুনকে দেখার ভিড়ে আটকে পড়লেন তৃণমূল নেতা মদন মিত্র। অবস্থা এমন দাঁড়ায় যে পুলিস গিয়ে জনতার ভিড় থেকে উদ্ধার করে মদন মিত্রকে। আজ দক্ষিণ দিনাজপুরের হরিরামপুরে বালুরঘাট লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী অর্পিতা ঘোষের হয়ে প্রচারে যান মিঠুন চক্রবর্তী। কিন্তু মঞ্চ পর্যন্ত যাওয়ার আগেই জনতার ভিড়ে আটকা পড়েন তিনি। ভিড় এড়িয়ে কোনক্রমে মঞ্চে ওঠেন তিনি।

কিন্তু নায়ককে আরও কাছ থেকে দেখতে চাওয়া জনতার ভিড়ে ব্যারিকেড ভেঙ্গে যায়। অল্প সময় মঞ্চে থেকে রওয়ানা দেন মিঠুন। তিনি ফেরার সময়ও একই অবস্থা হয়। অবস্থা আয়ত্তে আনতে লাঠিচার্জ করে পুলিস।

First Published: Thursday, April 17, 2014, 20:46


comments powered by Disqus