Last Updated: Friday, February 7, 2014, 21:35
তৃণমূলের চার, বামেদের এক। দিনভর নাটকের পর এই পাঁচ সাংসদ এরাজ্য থেকে নির্বাচিত হলেন রাজ্যসভায়। চতুর্থ প্রার্থীকে জেতাতে শাসক দল কতজন বিরোধী বিধায়ককে শেষপর্যন্ত ভাঙিয়ে আনতে পারে, এ নিয়ে উত্তেজনার পারদ ছিল তুঙ্গে। সবমিলিয়ে বহুদিন পর এত জমজমাট রাজ্যসভার ভোট দেখল রাজ্য। বিরোধীদের দল ভাঙিয়ে শাসক দলের প্রার্থীর জয়, ক্রস ভোটিং, বিধায়ক কেনাবেচার অভিযোগ-- শুক্রবার দিনভর বিধানসভায় চলেছে একের পর এক নাটক।