Last Updated: October 29, 2013 10:17

মধ্যমগ্রামে গণধর্ষণ ঘটনায় মূল অভিযুক্ত ছট্টু তালুকদারকে গ্রেফতার করল পুলিস। গতকাল রাতে গেফতার করা হয় তাঁকে। গ্রেফতারের কথা জানিয়েছেন উত্তর ২৪ পরগনার পুলিস সুপার।
গত শুক্রবার গণধর্ষণের ঘটনাটি ঘটে মধ্যমগ্রামের হুমাইপুরে। সে দিন রাতে ছট্টু হালদার নামে এলাকারই পরিচিত এক যুবক ওই কিশোরীকে ডেকে নিয়ে যায় বলে অভিযোগ।
গণধর্ষণ করে কিশোরীর হাতে টাকা গুঁজে দিল দুষ্কৃতীরা। চরম লাঞ্চিত হয়ে ট্রেনের সামনে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করতে যায় নির্যাতিতা তরুণী। পরে তাঁকে উদ্ধার করে রেলপুলিস। এই ঘটনা মধ্যমগ্রামের হুমাইপুরের। অভিযোগ, শুক্রবার রাতে ডেকে নিয়ে গিয়ে ওই তরুণীকে ফাঁকা মাঠে ধর্ষণ করে ৭ জন। গণধর্ষণের অভিযোগ দায়ের করেছে নিগৃহীতা। অভিযোগ, মেডিক্যাল পরীক্ষার পর বাড়ি ফেরার পথে সোমবার ফের ওই তরুণীকে অপহরণের চেষ্টা করে ঘটনার মূল অভিযুক্ত ছট্টু। তবে স্টেশনের কাছে পৌঁছনোর পর কিশোরীর চিত্কার চ্যাঁচামেচিতে সে তখন পালিয়ে যায়।
First Published: Tuesday, October 29, 2013, 10:17