Last Updated: Thursday, July 18, 2013, 22:39
রাত পোহালেই তৃতীয় দফার ভোট। তার কয়েকঘণ্টা আগে রণক্ষেত্রের চেহারা নিল উত্তর চব্বিশ পরগনার আমডাঙা। পর্যবেক্ষকের গাড়ি লক্ষ্য করে বোমা, পুলিসের গাড়ি ভাঙচুর, ২ দলের সংঘর্ষ। সকাল থেকে হিংসার এই ছবির সাক্ষী থাকল আমডাঙার বড়গাছিয়া, বহিছগাছিয়া, কুলডাঙা। রণক্ষেত্র আমডাঙা।