Last Updated: January 7, 2014 10:28

মধ্যমগ্রাম কাণ্ডে সিবিআই তদন্তের দাবিতে আজ রাষ্ট্রপতির সঙ্গে দেখা করবে নির্যাতিতার পরিবার। দোষীদের মৃত্যুদণ্ডের দাবিও জানাবেন তাঁরা। গতকালই দিল্লি গিয়েছে নির্যাতিতার পরিবার। দুপুর দেড়টায় রাষ্ট্রপতির সঙ্গে দেখা করবেন তাঁরা।
তার আগে দেখা করবেন জাতীয় মহিলা কমিশনের চেয়ারপার্সন মমতা শর্মার সঙ্গে। মধ্যমগ্রাম কাণ্ডে সিবিআই তদন্ত চেয়ে সোমবারই হাইকোর্টে রিট পিটিশন দাখিল নিহত নির্যাতিতার পরিবার। রাজ্য পুলিসের তদন্তে আস্থা নেই বলেই আদালতকে জানিয়েছেন তাঁরা।
রাজ্য সরকারের ভূমিকায় হতাশ মধ্যমগ্রামকাণ্ডে নির্যাতিতার বাবা। ঘটনা ধামাচাপা দেওয়ার চেষ্টা চলছে বলে অভিযোগ করেছেন তিনি। ঘটনার পর বিহার সরকারের ভূমিকার প্রশংসা করে তাঁর মন্তব্য, এতে রাজ্য সরকারের লজ্জা হওয়া উচিত।
First Published: Tuesday, January 7, 2014, 10:37