Last Updated: Saturday, January 11, 2014, 20:36
মধ্যমগ্রামকাণ্ডে আরও অস্বস্তি বাড়ল রাজ্য সরকারের। বিহার সরকার সাহায্যের আশ্বাস দেওয়ার পর, এবার নির্যাতিতার পরিবারের সঙ্গে দেখা করতে চাইলেন মুখ্যমন্ত্রী নীতীশ কুমার। আগামিকালই বিহার যাচ্ছেন মধ্যমগ্রামকাণ্ডে নির্যাতিতার পরিবার। মেয়ের ওপর অমানবিক অত্যাচার। বাড়ি বদল। রাতের অন্ধকারে শুধু দুষ্কৃতীদেরই নয়, হুমকি দিয়েছে পুলিসও। শেষ পর্যন্ত মৃত্যু হয়েছে নির্যাতিতার। অভিযোগ দুষ্কৃতীরাই বাড়িতে ঢুকে তার গায়ে আগুন ধরিয়ে দেয়। কিন্তু এরপরেও পাশে দাঁড়ায়নি পুলিস, পাশে দাঁড়ায়নি সরকার।