Last Updated: August 4, 2012 23:11

লন্ডন অলিম্পিকের উদ্বোধনে ভারতীয় দলের সঙ্গে মার্টপাস্টে হাঁটা সেই অজ্ঞাতপরিচয় নারীর নাম যে মধুরা নগেন্দ্র, তা এখন সবাই জেনে গিয়েছে। গোটা ঘটনার পর আড়ালে থেকে মধুরা অবশেষে ক্যামেরার সামনে এলেন। প্রকাশ্যে সেই ঘটনার জন্য দুঃখপ্রকাশ করলেন বেঙ্গালুরুর মেয়ে মধুরা।
তবে, লন্ডন অলিম্পিকের উদ্বোধনী মার্চপাস্টে ভারতীয় দলের সঙ্গে হাঁটা মধুরা নগেন্দ্রকে নিয়ে বিতর্ক এখনও থামেনি। ইতিমধ্যেই আয়োজক কমিটির পক্ষ থেকে দুঃখপ্রকাশও করা হয়েছে ঘটনার জন্য।
First Published: Saturday, August 4, 2012, 23:11