Last Updated: Saturday, August 4, 2012, 23:11
লন্ডন অলিম্পিকের উদ্বোধনে ভারতীয় দলের সঙ্গে মার্টপাস্টে হাঁটা সেই অজ্ঞাতপরিচয় নারীর নাম যে মধুরা নগেন্দ্র, তা এখন সবাই জেনে গিয়েছে। গোটা ঘটনার পর আড়ালে থেকে মধুরা অবশেষে ক্যামেরার সামনে এলেন। প্রকাশ্যে সেই ঘটনার জন্য দুঃখপ্রকাশ করলেন বেঙ্গালুরুর মেয়ে মধুরা।