আইফায় আসছেন মাধুরী, শ্রীদেবী, প্রভু

আইফায় আসছেন মাধুরী, শ্রীদেবী, প্রভু

আইফায় আসছেন মাধুরী, শ্রীদেবী, প্রভু বলিউড তাঁর নাচের জাদুতে মোহিত হলেও সেই জাদুর ছোঁয়া থেকে এতদিন বঞ্চিতই ছিল আইফার মঞ্চ। এবার সেই মঞ্চেও লাগতে চলেছে মাধুরী ম্যাজিকের ছোঁয়া। ১৪তম আইফা উককএন্ড শুরু হচ্ছে আগামী ৪ জুলাই। ৬ জুলাই ম্যাকাওয়ের ভেনেশনের কোটাই এরিনায় ১৫,০০০ দর্শকের সামনে নাচবেন মাধুরী।

ভারতীয় চলচ্চিত্রের ১০০ বছর উপলক্ষে মাধুরীর নাচে থাকবে ঘাঘরা(ইয়ে জওয়ানি হ্যায় দিওয়ানি), ডান্স অফ এনভি(দিল তো পাগল হ্যায়), এক দো তিনের ছোঁয়া। মাধুরীর নাচ কোরিওগ্রাফি করেছেন রেমো ফার্নান্ডেজ। শুধু মাধুরী ম্যাজিক নয়, আইফায় প্রথমবারের জন্য একসঙ্গে পা মেলাবেন প্রভু দেবা ও শ্রীদেবী। প্রভু দেবার কোরিওগ্রাফিতে হাওয়া হাওয়াই, না জানে কাঁহা সে আয়ি হ্যায়ের সঙ্গে নাচবেন শ্রীদেবী।

২০০৯ সালের পর এইবছর দ্বিতীয়বারের জন্য ম্যাকাওয়ের মাটিতে অনুষ্ঠিত হবে আইফা অ্যাওয়ার্ডস।



First Published: Friday, June 21, 2013, 21:52


comments powered by Disqus