Last Updated: Sunday, July 7, 2013, 19:09
আইফাতেও শাসন করল নির্বাক বরফি। সেরা ছবি, সেরা পরিচালক ও সেরা অভিনেতা। তিনটি পুরস্কারই গেল বরফির ঝুলিতে। তবে সেরা অভিনেত্রীর দৌড়ে বিদ্যা বাগচির কাছে হার মানলেন ঝিলমিল চ্যাটার্জি। কাহানি ছবির জন্য সেরা অভিনেত্রীর পুরস্কার জিতে নিলেন বিদ্যা বালন। তবে পুরস্কারের তালিকায় ব্রাত্য রইল পান সিং তোমার।