এবার আইটেম মাধুরী

এবার আইটেম মাধুরী

এবার আইটেম মাধুরীপ্রায় দু`শক ধরে বলিউডের ডান্সিং কুইন হয়েও এখনও আইটেম ডান্সে হাতেখড়ি হয়নি মাধুরী দীক্ষিতের। এবারে সেই জুতোয় পা গলাতে চলেছেন এক দো তিন গার্ল। রণবীর কপুরের ইয়ে জওয়ানি হ্যায় দিওয়ানিতে আইটেম নম্বরে দেখা যাবে মাধুরীকে।

ইয়ে জওয়ানি হ্যায় দিওয়ানি পরিচালনা করছেন বাঙালি পরিচালক অয়ন মুখার্জি। ওয়েক আপ সিডের পর এটা অয়নের দ্বিতীয় ছবি। রণবীরের বিপরীতে রয়েছেন তাঁর প্রাক্তন প্রেমিকা দীপিকা পাডুকোন। আগামী মে মাসেই মুক্তি পাবে ইয়ে জওয়ানি হ্যায় দিওয়ানি।

আইটেম নম্বর ছাড়াও গুলাব গ্যাং ছবিতে অভিনয় করছেন মাধুরী। খুব তাড়াতাড়ি শুটিং শুরু করবেন দেড় ইশকিয়ার। স্বামী শ্রীরাম নেনের সঙ্গে খুলেছেন অনলাইন ডান্স অ্যাকাডেমিও।



First Published: Monday, March 4, 2013, 20:39


comments powered by Disqus