Last Updated: Monday, March 4, 2013, 20:39
প্রায় দু`শক ধরে বলিউডের ডান্সিং কুইন হয়েও এখনও আইটেম ডান্সে হাতেখড়ি হয়নি মাধুরী দীক্ষিতের। এবারে সেই জুতোয় পা গলাতে চলেছেন এক দো তিন গার্ল। রণবীর কপুরের ইয়ে জওয়ানি হ্যায় দিওয়ানিতে আইটেম নম্বরে দেখা যাবে মাধুরীকে।