Last Updated: January 6, 2014 10:40
কামদুনি-খরজুনার পর এবার মধ্যমগ্রাম। রাষ্ট্রপতির কাছে সুবিচারের দাবি জানাতে চলেছে মধ্যগ্রামের নির্যাতিতার পরিবার। আজ বিমানে দিল্লি যাচ্ছেন তাঁরা। আগামিকাল দুপুরে দেখা করবেন রাষ্ট্রপতির সঙ্গে। দেশের সাংবিধানিক প্রধানের কাছে সিবিআই তদন্তের দাবি জানাবেন নির্যাতিতার বাবা-মা।
এদিকে, মধ্যমগ্রাম কাণ্ডের প্রতিবাদে সরব রাজধানী দিল্লি। গতকালর দিল্লির চিত্তরঞ্জন পার্কে প্রতিবাদ সমাবেশের আয়োজন করা হয়। ছিলেন সিপিআইএম পলিটব্যুরো সদস্য বৃন্দা কারাত। দিল্লির নির্ভয়া কাণ্ডের পরেও দেশজুড়ে মহিলাদের নিরাপত্তা কোনও ভাবেই সুরক্ষিত হয়নি বলে অভিযোগ জানান বৃন্দা কারাট। সমাবেশে অংশগ্রহনকারীরাও মধ্যমগ্রাম কাণ্ডে অভিযুক্তদের দ্রুত শাস্তির দাবি জানিয়েছেন।
First Published: Monday, January 6, 2014, 10:40