Last Updated: February 22, 2014 13:29

মধ্যমগ্রামে ধর্ষিতা কিশোরীর মৃত্যুর ফরেনসিক রিপোর্ট পৌছল সিআইডির হাতে। সোমবার আদালতে জমা পড়বে ওই রিপোর্ট। কলকাতা হাইকোর্টের নির্দেশে মধ্যমগ্রাম কাণ্ডের তদন্ত করছে সিআইডি। তদন্তের দায়িত্বে রয়েছেন ডিআইজি সিআইডি দময়ন্তী সেন।
অতিস্পর্শকাতর মধ্যমগ্রামের ঘটনায় এই ফরেনসিক রিপোর্ট খুবই গুরুত্বপূর্ণ। ভাড়া বাড়িতে আগুনে পুড়ে মৃত্যু হয়েছিল কিশোরীর। প্রথমে গায়ে আগুন লাগিয়ে আত্মহত্যার কথা বলা হলেও, পরে কিশোরী তার মৃত্যুকালীন জবানবন্দিতে জানায়, ধর্ষকরাই ঘরে ঢুকে তার গায়ে আগুন লাগিয়ে দিয়েছিল।
First Published: Saturday, February 22, 2014, 13:29