forigncik report - Latest News on forigncik report| Breaking News in Bengali on 24ghanta.com
মধ্যমগ্রামকাণ্ডের ফরেন্সিক রিপোর্ট পৌঁছল সিআইডির হাতে

মধ্যমগ্রামকাণ্ডের ফরেন্সিক রিপোর্ট পৌঁছল সিআইডির হাতে

Last Updated: Saturday, February 22, 2014, 13:29

মধ্যমগ্রামে ধর্ষিতা কিশোরীর মৃত্যুর ফরেনসিক রিপোর্ট পৌছল সিআইডির হাতে। সোমবার আদালতে জমা পড়বে ওই রিপোর্ট। কলকাতা হাইকোর্টের নির্দেশে মধ্যমগ্রাম কাণ্ডের তদন্ত করছে সিআইডি। তদন্তের দায়িত্বে রয়েছেন ডিআইজি সিআইডি দময়ন্তী সেন।