Last Updated: March 3, 2014 20:09

মাধ্যমিকের অঙ্কপরীক্ষার প্রশপত্র ঘিরে ছড়াল বিভ্রান্তি। প্রশ্নপত্রের একটি প্রশ্ন সিলেবাস বহির্ভুত বলে অভিযোগ ছাত্রছাত্রীদের। যদিও সেই অভিযোগ উড়িয়ে দিয়েছে মধ্যশিক্ষা পর্ষদ। বিতর্কের কেন্দ্রে 11-A নম্বরের প্রশ্নটি।
ছাত্রছাত্রীদের অভিযোগ, পাঠ্যবইয়ে এই উপপাদ্যটি থাকলেও তা প্রমাণ করা নেই। কিন্তু, প্রশ্নপত্রে তা প্রমাণ করতে বলা হয়েছে। তাই প্রশ্নটি সিলেবাস বহির্ভুত। যদিও এই অভিযোগ উড়িয়ে দিয়েছে মধ্যশিক্ষা পর্ষদ।
শিক্ষকদের একাংশ অবশ্য ছাত্রছাত্রীদের অভিযোগ সঠিক বলে মেনে নিয়েছেন। যদিও, তাঁদের মতে ওই উপপাদ্যটি প্রমাণ করতে বিশেষ অসুবিধা হওয়ার কথা নয়।
First Published: Monday, March 3, 2014, 20:09