Last Updated: Monday, March 3, 2014, 20:09
মাধ্যমিকের অঙ্কপরীক্ষার প্রশপত্র ঘিরে ছড়াল বিভ্রান্তি। প্রশ্নপত্রের একটি প্রশ্ন সিলেবাস বহির্ভুত বলে অভিযোগ ছাত্রছাত্রীদের। যদিও সেই অভিযোগ উড়িয়ে দিয়েছে মধ্যশিক্ষা পর্ষদ। বিতর্কের কেন্দ্রে 11-A নম্বরের প্রশ্নটি।