Last Updated: January 5, 2014 23:08

মধ্যমগ্রাম কাণ্ডের প্রতিবাদে সরব রাজধানী দিল্লি। আজ দিল্লির চিত্তরঞ্জন পার্কে প্রতিবাদ সমাবেশের আয়োজন করা হয়। ছিলেন সিপিআইএম পলিটব্যুরো সদস্য বৃন্দা কারাত। দিল্লির নির্ভয়া কাণ্ডের পরেও দেশজুড়ে মহিলাদের নিরাপত্তা কোনও ভাবেই সুরক্ষিত হয়নি বলে অভিযোগ জানান বৃন্দা কারাট। সমাবেশে অংশগ্রহনকারীরাও মধ্যমগ্রাম কাণ্ডে অভিযুক্তদের দ্রুত শাস্তির দাবি জানিয়েছেন।
মধ্যমগ্রামের ঘটনায় দোষীদের উপযুক্ত শাস্তির দাবিতে এবার পথে নামল আপ। আজ কলকাতার শ্যামবাজার থেকে মেট্রো চ্যানেল পর্যন্ত মিছিল করেন আম আদমি পার্টির সমর্থকরা। রাজ্যে বেড়ে চলা নারী নির্যাতনের বিরুদ্ধে প্রতিবাদ জানায় আপ।
First Published: Sunday, January 5, 2014, 23:08