Last Updated: March 13, 2014 17:20

আত্মহত্যাই করেছেন মধ্যমগ্রামের নির্যাতিতা। এই মর্মে কলকাতা হাইকোর্টে চূড়ান্ত রিপোর্ট পেশ করল বিশেষ তদন্তকারী দল। বিশেষ তদন্তকারী দল বা সিটের দায়িত্বে রয়েছেন দময়ন্তী সেন। তবে এই রিপোর্ট মানতে রাজি নন নির্যাতিতার পরিবার। পরিবারের আইনজীবীর অভিযোগ, সিটের রিপোর্টে নির্যাতিতার মৃত্যুকালীন জবানবন্দি উল্লেখই করা হয়নি।
গতবছর অক্টোবর মাসে দু-দুবার গণধর্ষণের শিকার হন মধ্যমগ্রামের নির্যাতিতা কিশোরী। পরে অগ্নিদগ্ধ অবস্থায় মৃত্যু হয় তাঁর। এই ঘটনার তদন্তে কলকাতা হাইকোর্টের নির্দেশে গঠন করা বিশেষ তদন্তকারী দল বা সিট। আদালতে পেশ করা চূড়ান্ত রিপোর্টে সিট জানিয়েছে, মৃত্যুর আগে ওই কিশোরীর ওপর নির্যাতন চালানো হয়েছিল। তবে একইসঙ্গে রিপোর্টে জানানো হয়েছে,আত্মহত্যাই করেছেন মধ্যমগ্রামের নির্যাতিতা। ঘটনায় অভিযুক্ত দুই যুবকই তাঁকে আত্মহত্যায় প্ররোচনা দিয়েছিল বলে উল্লেখ করা হয়েছে রিপোর্টে।
কিন্তু আদালতে পেশ করা সিট-এর রিপোর্টে অসন্তোষ প্রকাশ করেছেন ওই পরিবাবের আইনজীবী । মৃত্যুকালীন জবানবন্দিতে নির্যাতিতা জানিয়েছিলেন, তার গায়ে কেরোসিন তেল ঢেলে আগুন লাগিয়ে দেওয়া হয়। সিটের রিপোর্টে সেই বয়ানের উল্লেখ কেন নেই, সে প্রশ্ন তুলেছেন তিনি। এই মামলার পরবর্তী শুনানি হবে বুধবার।
First Published: Thursday, March 13, 2014, 17:20