Last Updated: January 19, 2014 21:47

দমদমের আড়াই নম্বর গেটের বাড়ি ছাড়লেন মধ্যমগ্রামে নির্যাতিতার পরিবার। আজ পুলিসি নিরাপত্তায় বাড়িতে যান নির্যাতিতার মা বাবা। বাড়ি থেকে কিছু প্রয়োজনীয় জিনিসও নিয়ে যান তাঁরা। এয়ারপোর্ট থানার পুলিস ঘরটি সিল করে দেয়।
মধ্যমগ্রামের ঘটনার সিবিআই তদন্ত ও দোষীদের শাস্তির দাবিতে আজ মিছিল করে কলকাতার বিহারি সমাজ। নির্যাতিতার বাবা এবং অন্যান্য পরিজনেরা মিছিলে ছিলেন। বিহার থেকে আসা মানুষদের নিরাপত্তার দাবি করেন মিছিলে অংশগ্রহণকারীরা। কেন পুলিস বারবার নির্যাতিতার পরিবারকে বিহারে ফিরে যেতে বলেছিল, তা নিয়েও প্রশ্ন তুলেছে কলকাতার বিহারি সমাজ।
রাজ্য সরকারের উপর অনাস্থা দেখিয়ে রাষ্ট্রপতির কাছে সুবিচারের দাবি জানায় নির্যাতিতার পরিবার।
First Published: Sunday, January 19, 2014, 21:47