Last Updated: Sunday, January 19, 2014, 21:47
দমদমের আড়াই নম্বর গেটের বাড়ি ছাড়লেন মধ্যমগ্রামে নির্যাতিতার পরিবার। আজ পুলিসি নিরাপত্তায় বাড়িতে যান নির্যাতিতার মা বাবা। বাড়ি থেকে কিছু প্রয়োজনীয় জিনিসও নিয়ে যান তাঁরা। এয়ারপোর্ট থানার পুলিস ঘরটি সিল করে দেয়।