সিনেমা চলাকালীন এসএমএস করার `অপরাধে` সিনেমা হলে প্রবেশ নিষেধ হল ম্যাডোনার

সিনেমা চলাকালীন এসএমএস করার `অপরাধে` সিনেমা হলে প্রবেশ নিষেধ হল ম্যাডোনার

Tag:  madona pop
সিনেমা চলাকালীন এসএমএস করার `অপরাধে` সিনেমা হলে প্রবেশ নিষেধ হল ম্যাডোনারসিনেমা চলাকালীন এসএমএস করার `অপরাধে` পপ সম্রাজ্ঞী ম্যাডোনার উপর একটি মার্কিন মাল্টিপ্লেক্স চেন নিষেধাজ্ঞা জারি করল। অ্যালামো ড্রাফটহাউস সিনেমাস নামের ওই মাল্টিপ্লেক্স কর্তৃপক্ষ জানিয়েছে নিজের কৃতকর্মের জন্য ক্ষমা না চাইলে ম্যাডোনাকে আর ড্রাফটহাউসের কোনও সিনেমা হলে আর ঢুকতে দেওয়া হবে না।

নিউ ইয়র্ক ফিল্ম ফেস্টভ্যালে স্টিভ ম্যাককুইনের সিনেমা `১২ ইয়ারস এ স্লেভ` চলাকালীন এসএমএস ব্যাস্ত হয়ে পরেন পপ কুইন। তাঁর পাশে বসা দর্শক তাঁকে টেক্সট করা বন্ধ করতে বললে উল্টে তাঁর উপর চোটপাট করেন ম্যাডোনা।

ড্রাফটহাউসের সিইও টুইট করে খবরটি প্রকাশ্যে আনেন। তিনি জানিয়েছেন প্রাথমিকভাবে মজা করে টুইট করলেও বর্তমানে তাঁরা বিষয়টি অতন্ত্য গুরুত্ব নিয়েই দেখছেন। ক্ষমা না চাওয়া অবধি ড্রাফটহাউসে আপাতত ম্যাডোনার সিনেমা দেখতে যাওয়া বন্ধ বলে তিনি জানিয়েছেন।



First Published: Monday, October 14, 2013, 13:34


comments powered by Disqus