Last Updated: Monday, October 14, 2013, 13:34
সিনেমা চলাকালীন এসএমএস করার `অপরাধে` পপ সম্রাজ্ঞী ম্যাডোনার উপর একটি মার্কিন মাল্টিপ্লেক্স চেন নিষেধাজ্ঞা জারি করল। অ্যালামো ড্রাফটহাউস সিনেমাস নামের ওই মাল্টিপ্লেক্স কর্তৃপক্ষ জানিয়েছে নিজের কৃতকর্মের জন্য ক্ষমা না চাইলে ম্যাডোনাকে আর ড্রাফটহাউসের কোনও সিনেমা হলে আর ঢুকতে দেওয়া হবে না।