Last Updated: August 28, 2013 12:25

ম্যাডানোয় ম্লান হয়ে গেলেন কিংবদন্তি চিত্র নির্মাতা স্টিফেন স্পিলবার্গও। আয়ের নিরিখে সেলেব্রিটি জগতে পয়লা নম্বরে থাকলেন মার্কিন পপ তারকা ম্যাডোনা লুইজ চিকোন। ৫৫ বছরের এই পপ তারকার বার্ষিক আয় ভারতীয় মুদ্রায় প্রায় ৮৪১ কোটি টাকা($125)। তাঁর আয়ের সিংহভাগই এসেছে এমডিএনএ সফর, তাঁর পোশাকের বিজ্ঞাপন ও মিউজিক ভিডিও বিক্রি করে।
১৯৯৯ সালে যখন ম্যাডোনা তাঁর খ্যাতির সূর্যে প্রায় মধ্যগগণে তখনও তিনি এতটাকা উপার্জন করতে পারেননি। কিন্তু যখন তাঁর বয়স ৫৫, গ্ল্যামার, ইচ্ছাশক্তিতে টান আসার কথা তখনই আয়ের সব রেকর্ড ভেঙে দিলেন পপ সম্রাজ্ঞি।
ম্যাডোনার পর আয়ের নিরিখে দ্বিতীয় স্থানে আছেন `জুরাসিক পার্ক`, `ইটি`, 'টিনটিন'-এর মত জনপ্রিয় সিনেমার পরিচালক স্টিফেন স্পিলবার্গ। স্পিলবার্গের বাষিক আয় ভারতীয় মুদ্রায় প্রায় ৭৫০ কোটি টাকার মত। ($100m /£64m) । সেলেব্রিটিদের আয়ের নিরিখে প্রথম দশে আছেন একজন লেখকও। তিনি হলেন জেমস প্যাটারসন।
নগ্নতার জগতে যিনি নিত্যনতুন দৃষ্টান্ত তৈরি করছেন সেই লেডি গাগা আয়ের নিরিখে সেলেব্রিটি জগতে আছেন দশ নম্বরে।
First Published: Wednesday, August 28, 2013, 15:37