Last Updated: Wednesday, August 28, 2013, 12:25
ম্যাডানোয় ম্লান হয়ে গেলেন কিংবদন্তি চিত্র নির্মাতা স্টিফেন স্পিলবার্গও। আয়ের নিরিখে সেলেব্রিটি জগতে পয়লা নম্বরে থাকলেন মার্কিন পপ তারকা ম্যাডোনা লুইজ চিকোন। ৫৫ বছরের এই পপ তারকার বার্ষিক আয় ভারতীয় মুদ্রায় প্রায় ৮৪১ কোটি টাকা($125)। তাঁর আয়ের সিংহভাগই এসেছে এমডিএনএ সফর, তাঁর পোশাকের বিজ্ঞাপন ও মিউজিক ভিডিও বিক্রি করে।