Last Updated: October 5, 2013 16:22

ছুরি, বন্দুক দেখিয়ে ধর্ষণের শিকার হয়েছিলেন পপ সম্রাজ্ঞী ম্যাডোনা। একটি নিউজ ওয়েবসাইটে নিজের জীবনের ভয়াবহ এই অভিজ্ঞতার কথা তুলে ধরেছেন ম্যাডোনা নিজেই।
ম্যাডোনা জানিয়েছেন তাঁর কেরিয়ারের একেবারে প্রথম দিকে অনেক স্বপ্ন নিয়ে তিনি নিউইয়র্কে এসেছিলেন। কিন্তু অচিরেই তাঁর স্বপ্নভঙ্গ হয়। নিউইয়র্কে আসার প্রথম বছরেই পিঠে ছুরি ঠেকিয়ে জোর টেনে হিঁচড়ে তাঁকে একটি বাড়ির ছাদে নিয়ে যাওয়া হয়। সেখানে তাঁর মাথায় বন্দুক ঠেকিয়ে তাঁকে ধর্ষণ করে দুষ্কৃতীরা।
ওই ওয়েবসাইটেই ৫৫ বছরের `পপ কুইন` তাঁর ছোটবেলা থেকে ধীরে ধীরে খ্যাতির মধ্যগগনে পৌঁছে যাবার কাহিনীও লিখেছেন। জানিয়েছেন কৈশরে বেশীরভাগ মানুষের কাছেই তিনি `অদ্ভুত` ছিলেন।
First Published: Saturday, October 5, 2013, 16:24