ডুরান্ড কাপে সেনা দলকে হারাল মহামেডান

ডুরান্ড কাপে সেনা দলকে হারাল মহামেডান

ডুরান্ড কাপে সেনা দলকে হারাল মহামেডান কলকাতার পর দিল্লিতেও মহমেডানের জয়ের ধারা অব্যাহত। ডুরান্ড কাপে সেনা দলের বিরুদ্ধে ৪-২ গোলে জিতল সাদাকালো শিবির। ম্যাচে জোড়া গোল করলেন টোলগে। বাকি ২টি গোল করেন কলিন এবং পেন।

ঘরোয়া লিগের খেলায় মরসুমের প্রথম জয় পাওয়ার ২৪ ঘণ্টার মধ্যেই দিল্লিতে ডুরান্ডের প্রথম খেলাতেই জিতল মহমেডান। তবে পরপর দুদিন ম্যাচ খেলার ক্লান্তি স্পষ্ট হয়ে উঠল সাদাকালো ফুটবলারদের খেলায়। এই ধকল সামলে ভিন রাজ্যে নকআউট টুর্নামেন্টের প্রথম ম্যাচে জয় পাওয়াটা নিঃসন্দেহে কৃতিত্বের ব্যাপার। সেনা দলের বিরুদ্ধে ম্যাচে টানটান লড়াইয়ে আজিজের ছেলেরা জিতলেন ৪-২ গোলে।

খেলার শুরুতে অবশ্য গোল খেয়ে পিছিয়ে পড়েছিল মহমেডান। গোল করে সমতা ফেরানোর পর মহমেডানকে এগিয়ে দিয়েছিলেন টোলগে। কিন্তু রক্ষণে দিনেশ, সন্দীপের ক্লান্তির সুযোগে ফলাফল ২-২ করে ফেলেন সেনা ফুটবলাররা। দ্বিতীয়ার্ধে কলিন এবং পেনের গোল মহমেডানকে জয় এনে দেয়।
 

First Published: Thursday, September 12, 2013, 23:41


comments powered by Disqus