Last Updated: Friday, October 12, 2012, 19:08
কাশপ্যের আমলে মোহনবাগান আছে মোহনবাগানেই। দুঃস্বপ্নের মরসুমে যোগ হল আরও একটা হার। শুক্রবার যুবভারতী ক্রীড়াঙ্গনে মোহনবাগান হারল ১-২ গোলে প্রয়াগ ইউনাইটেডের বিরুদ্ধে। কলকাতার নতুন ডার্বিতে মোহনবাগান ওডাফার গোলে এগিয়ে থেকেও হারল কোচের ভুলে, দলের খারাপ ফিটনেসের জন্য। হারের পর মোহন কোচ সন্তোষ কাশপ্যের ভবিষ্যত নিয়ে প্রশ্ন উঠে গেল। অনেকই বলছেন, কাশ্যপের বিদায় এখন শুধু সময়ের অপেক্ষা। এই মরসুমে কাশ্যপের মার্কশিটে হিসাব দাঁড়াল, পাঁচ ম্যাচ খেলে তিনটেতে হার। ফেড কাপে মহাব্যর্থতার পর আই লিগেও হারের সরণিতে মোহনবাগানের রথ।