আজ মহাপঞ্চমী

আজ মহাপঞ্চমী

Tag:  panchami
আজ মহাপঞ্চমীআজ মহাপঞ্চমী। বোধনের আগে আর মাত্র একটি দিন। ঘ্যানঘ্যানে বৃষ্টি আর প্যাচপ্যাচে কাদা থেকে মুক্তি। বহুদিন পর শরতের ঝলমলে রোদে চারপাশ হাসিখুশি। এর মধ্যেই মা এসে পড়েছেন বাঙালির ঘরে। একদিন আগেই কুমোরটুলি থেকে মণ্ডপের পথে রওনা হয়ে গেছেন উমা। চতুর্থীর রাত থেকেই প্যান্ডেলে প্যান্ডেলে ভিড়।পঞ্চমীর রাতে সেই ভিড় বাড়বে আরও। তবে নিরাপত্তার বাড়তি ব্যবস্থা করা হয়েছে বড় পুজোর মণ্ডপগুলিতে।রাজ্যবাসীকে শারদোত্সবের শুভেচ্ছা পাঠিয়েছেন রাজ্যপাল এম কে নারায়ণন।

First Published: Saturday, October 1, 2011, 13:27


comments powered by Disqus