Last Updated: Saturday, October 1, 2011, 20:22
আলোয় আলোয় সেজে ওঠা গলি থেকে রাজপথ। চির পরিচিত ঢাকের বাদ্যি। আর জনজোয়ার প্রমাণ দিচ্ছে শারদোত্সবের সূচনা হয়েই গেছে।
আজ যদিও মহাপঞ্চমী। কিন্তু পঞ্চমীতেই যেভাবে মানুষের ঢল নেমেছে, তাতে দুর্গাপুজোর পাঁচদিনের ছবিটা কেমন হতে চলেছে, তা একরকম স্পষ্ট।