আবাসন দুর্নীতির অভিযোগে গ্রেফতার মহারাষ্ট্রের প্রাক্তন মন্ত্রী

আবাসন দুর্নীতির অভিযোগে গ্রেফতার মহারাষ্ট্রের প্রাক্তন মন্ত্রী

আবাসন দুর্নীতির অভিযোগে গ্রেফতার মহারাষ্ট্রের প্রাক্তন মন্ত্রীকয়েক কোটি টাকার আবাসন দুর্নীতির অভিযোগে গ্রেফতার করা হল মহারাষ্ট্রের প্রাক্তন মন্ত্রী তথা জলগাঁও-এর বিধায়ক সুরেশদাদা জৈন। পুলিস সূত্রে খবর, শনিবার মধ্যরাতে ইন্দৌর পালিয়ে যাচ্ছিলেন সুরেশদাদা জৈন। গোপনে খবর পেয়েই তাঁকে গ্রেফতার করা হয়।

প্রসঙ্গত, পর পর ৯ বার বিধায়ক নির্বাচিত হয়ে রেকর্ড করেন সুরেশদাদা জৈন। ১৯৮০-তে প্রথমবার কংগ্রেসের টিকিটে জলগাঁও বিধানসভা কেন্দ্রে জিতে বিধায়ক নির্বাচিত হন তিনি। ওই একই কেন্দ্রে ১৯৮৫-তেও ইন্ডিয়ান কংগ্রেস (সোশ্যালিস্ট)-এর টিকিটে বিধায়ক নির্বাচিত হন। ২০০৯-এ শিবসেনার হয়ে ভোটে জিতে বর্তমানে জলগাঁও-এর বিধায়ক সুরেশদাদা জৈন।

First Published: Sunday, March 11, 2012, 10:57


comments powered by Disqus