Last Updated: Sunday, March 11, 2012, 10:57
কয়েক কোটি টাকার আবাসন দুর্নীতির অভিযোগে গ্রেফতার করা হল মহারাষ্ট্রের প্রাক্তন মন্ত্রী তথা জলগাঁও-এর বিধায়ক সুরেশদাদা জৈন। পুলিস সূত্রে খবর, শনিবার মধ্যরাতে ইন্দৌর পালিয়ে যাচ্ছিলেন সুরেশদাদা জৈন। গোপনে খবর পেয়েই তাঁকে গ্রেফতার করা হয়।