ফরাসি ওপেনের মিক্সড ডাবলস জিতলেন মহেশ-সানিয়া

ফরাসি ওপেনের মিক্সড ডাবলস জিতলেন মহেশ-সানিয়া

ফরাসি ওপেনের মিক্সড ডাবলস জিতলেন মহেশ-সানিয়াফরাসি ওপেনের মিক্সড ডবলস খেতাব জিতলেন সানিয়া মির্জা এবং মহেশ ভূপতি। বৃহস্পতিবার রাতে পোল্যান্ডের ক্লডিয়া ইয়ান্স ইগনাসিক এবং মেক্সিকোর সান্তিয়াগো গনজালেস জুটিকে (৭-৬)/(৭-৩),(৬-১) স্ট্রেট সেটে হারিয়ে খেতাব জিতে নেন দুই ভারতীয় টেনিস তারকা। ফাইনাল জিততে সানিয়া-ভূপতি সময় নেন ১ ঘণ্টা ১৩ মিনিট। বিশ্বের মিক্সড ডবলস জুটিদের মধ্যে সপ্তম বাছাই সানিয়া-ভূপতির এটি দ্বিতীয় গ্র্যান্ড স্লাম জয়। এর আগে ২০০৯ সালে অস্ট্রেলীয় ওপেন জিতেছিলেন ওই দুই ভারতীয়। সানিয়ার কেরিয়ারে দ্বিতীয় গ্র্যান্ড স্লাম। যদিও এই নিয়ে মহেশ ভূপতির ঝুলিতে গ্র্যান্ডস্লামের সংখ্যা দাঁড়াল ১২। 

First Published: Friday, June 8, 2012, 13:05


comments powered by Disqus