Last Updated: Sunday, June 9, 2013, 21:11
আটবার ফরাসি ওপেন জিতে টেনিস বিশ্বে নতুন ইতিহাস লিখলেন রাফায়েল নাদাল। রবিবার স্বদেশীয় ডেভিড ফেরেরাকে হারিয়ে স্পেনের নাদালই প্রথম খেলোয়াড় হিসাবে কোনও গ্র্যান্ডস্লাম প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হলেন। ক্লে কোর্টের মহারাজা ফাইনালে স্ট্রেট সেটে উড়িয়ে দিলেন ফেরেরাকে। নাদাল জিতলেন ৬-৩, ৬-২, ৬-৩। এই নিয়ে পরপর চারবার ফরাসি ওপেন জেতা হয়ে গেল তাঁর। মোট ১২টি গ্রান্ডস্লাম জিতে টপকে গেলেন কিংবদন্তি বিয়ন বর্গকে, আর ছুঁলেন রয় এমার্সনকে। রাফার সামনে এখন শুধু পিট সাম্প্রাস (১৪), রজার ফেডেরার (১৭)।