Maheshtala fish market incident

মাছ কিনতে গিয়ে আঁশ বঁটিতে মাথা কাটা গেল ক্রেতার

মাছ কিনতে গিয়ে আঁশ বঁটিতে মাথা কাটা গেল ক্রেতার



















নিজস্ব ছবি

মাছ কিনতে গিয়ে মাছের বঁটিতেই গলা কাটল বছর একুশের এক যুবকের। এই চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে মহেশতলা থানার আক্রা বাজারে। আজ সকালে বাজারে মাছ কিনতে যান গণেশ মণ্ডল নামে ওই যুবক। হঠাতই কাদায় পা পিছলে মাছের বঁটির ওপর বেকাদায় পড়ে গেলে গলায় গভীর ক্ষতের সৃষ্টি হয় গণেশের।

অভিযোগ, রক্তাক্ত অবস্থায় ওই যুবককে ফেলে রেখেই ঘটনাস্থল থেকে পালিয়ে যায় ওই মাছ ব্যবসায়ী। দীর্ঘক্ষণ পর স্থানীয় বাসিন্দারাই গুরুতর আহত অবস্থায় ওই যুবককে বিদ্যাসাগর হাসপাতালে ভর্তি করেন। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিস।

First Published: Saturday, February 1, 2014, 16:10


comments powered by Disqus