Last Updated: Saturday, February 1, 2014, 16:08
মাছ কিনতে গিয়ে মাছের বঁটিতেই গলা কাটল বছর একুশের এক যুবকের। এই চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে মহেশতলা থানার আক্রা বাজারে। আজ সকালে বাজারে মাছ কিনতে যান গণেশ মণ্ডল নামে ওই যুবক। হঠাতই কাদায় পা পিছলে মাছের বঁটির ওপর বেকাদায় পড়ে গেলে গলায় গভীর ক্ষতের সৃষ্টি হয় গণেশের।