Last Updated: June 6, 2013 19:38

ঘরোয়া ক্রিকেট লিগ জয়ের হাতছানি ইস্টবেঙ্গলের সামনে। বৃহস্পতিবার সেমিফাইনালে মোহনবাগানকে ২৫ রানে হারিয়ে ফাইনালে পৌঁছলেন অরিন্দম দাসরা। এদিন ইস্টবেঙ্গলের জয়ের অন্যতম কারিগর অনির্বান গুপ্ত এবং রবিকান্ত সিং। অনির্বান পেয়েছেন ১০৪ রান দিয়ে ৪টি উইকেট। তিনটি উইকেট পেয়েছেন রবিকান্ত। একসময় কোনও উইকেট না হারিয়ে মোহনবাগানের স্কোর ছিল ১৩০ রান। কিন্তু রবিকান্ত এবং অনির্বানের দুরন্ত বোলিং ইস্টবেঙ্গলকে ম্যাচে ফিরিয়ে আনে। অবশেষে ২৮৮ রানে অলআউট হয়ে যায় মোহনবাগান। বাগানের হয়ে সর্বোচ্চ ৭৬ রান করেন অরিন্দম ঘোষ। জয়ের জন্য ৩০৬ রানের লক্ষ্য ছিল মোহনবাগানের।
First Published: Thursday, June 6, 2013, 19:38