মৈনাকের দ্বিচারিনী

মৈনাকের দ্বিচারিনী

মৈনাকের দ্বিচারিনী শহুরে `গার্লফ্রেন্ডস`দের থেকে বেরিয়ে এবার ক্লাসিকের পাতায় মন দিলেন পরিচালক মৈনাক ভৌমিক। শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের কাহিনি দ্বিচারিনী অবলম্বনে ছবি তৈরি করছেন মৈনাক। ছবিতে থাকবেন একজন `গার্লফ্রেন্ড` রাইমা সেন, ঋতুপর্ণা সেনগুপ্ত ও ঋত্বিক চক্রবর্তী।

এরমধ্যেই শীর্ষেন্দুর সঙ্গে কথাও বলেছেন মৈনাক। ছবিতে জমিদার বাড়ির পুরোহিতের মেয়ের চরিত্রে অভিনয় করছেন রাইমা। ওই বাড়িরই আশ্রিতর চরিত্রে রয়েছেন ঋত্বিক। জমিদারের স্ত্রীর চরিত্রে রয়েছেন ঋতুপর্ণা সেনগুপ্ত।

আপাতত মুম্বইতে মৃত্যুঞ্জয় দেওরার ছবির ওয়ার্কশপে ব্যস্ত রয়েছেন রাইমা। ছবিতে রাইমার সঙ্গে রয়েছেন ইন্দ্রনীল সেনগুপ্ত, সব্যসাচী চক্রবর্তী ও ভিক্টর ব্যানার্জি।

First Published: Sunday, May 26, 2013, 19:15


comments powered by Disqus