Last Updated: Saturday, November 3, 2012, 13:14
স্টার থিয়েটারে তিনকন্যা ছবির প্রদর্শন বন্ধ নিয়ে ঝড় উঠল বিতর্কের।
সেন্সরের ছাড়পত্র সহ শুক্রবার মুক্তি পেলেও, স্টার থিয়েটারে দেখানো হচ্ছে
না ফিল্মটি। পরিচালকের দাবি, স্টার থিয়েটার কর্তৃপক্ষই তাঁকে জানিয়েছেন, ওই
হলে ওই ফিল্ম দেখানো হবে না। কারণ ফিল্মে এমন কিছু দৃশ্য রয়েছে,
যাতে সরকারের ভাবমূর্তি নষ্ট হতে পারে। অন্যদিকে, সরকারের দাবি ফিল্ম
বন্ধের পিছনে তাদের কোনও হাত নেই। দাবি ও পাল্টার দাবির এই টানাপোড়েনে
উঠছে প্রশ্ন, ফিল্মের প্রদর্শন বন্ধ হল কেন।