বড়সড় আগুনের কবলে দিল্লি আইআইটি ক্যাম্পাস

বড়সড় আগুনের কবলে দিল্লি আইআইটি ক্যাম্পাস

বড়সড় আগুনের কবলে দিল্লি আইআইটি ক্যাম্পাস সোমবার দিল্লি আইআইটিতে বড়সড় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটল। সূত্রের খবর কেমিস্ট্রি ল্যাবরেটরিতে ছোটখাট একটা বিস্ফোরণ থেকে আগুনের সূত্রপাত। সেই আগুন পার্শ্ববর্তী হোস্টেল গুলিতে ছড়িয়ে পড়লে আত্মঙ্কের সৃষ্টি হয়।

এই ঘটনায় ছাত্র-ছাত্রী ও শিক্ষক-শিক্ষিকা্রা আত্মঙ্কিত হয়ে পড়েন। দমকল বাহিনীকে খবর দেওয়ার কিছু ক্ষণের মধ্যেই দমকলের সাতটি ইঞ্জিন আইআইটি ক্যাম্পাসে চলে আসে।

দমকল বাহিনীর তৎপরতায় আগুন এখন সম্পূর্ণ নিয়ন্ত্রণে। সবাই সুরক্ষিত আছেন বলেও জানা গেছে।

যদিও, ঠিক কী থেকে বিস্ফোরণ হয়েছিল তার কারণ এখনও জানা যায়নি।

First Published: Monday, February 24, 2014, 13:08


comments powered by Disqus